ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাল থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:০১, ৬ ফেব্রুয়ারি ২০২১

রোববার থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান। সকাল ৯টা থেকে ঢাকার ৪৩ হাসপাতালে ৩৫৪টি সেন্টারে এ টিকা কার্যক্রম চলবে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, টিকা দেয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

দেশে করোনার টিকা ২৭ জানুয়ারি পৌঁছলে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরইমধ্যে দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। রোববার সকাল ৯টা থেকে সারাদেশে শুরু হবে টিকা কার্যক্রম। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের দেয়া হবে এ টিকা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান, সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে সব সেন্টার।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, প্রত্যেকটা টিমের জন্য যে আলাদা আলাদা ব্যবস্থাপনা, নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, ওনারা এই নির্দেশনাগুলো ঠিক মতো করছেন কিনা সেটাই সরোজমিনে দেখতে আসা।  

২৮ জানুয়ারি করোনার টিকা নিয়েছেন ৫৬৭ জন। যাদের কারও কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই অপপ্রচারে কান না দিতে আহ্বান জানান তিনি।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, যার যখন সুযোগ আসবে ভ্যাকসিন গ্রহণ করে করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং সুরক্ষিত রাখে। ৪ সপ্তাহ পরেই তাদেরকে দ্বিতীয় ডোজটা দেওয়া হবে। দ্বিতীয় ডোজ না দিলে কিন্তু এই ভ্যাকসিনের সুফল পাওয়া যাবে না। যারা প্রথম ডোজ নিবেন তারা অবশ্যই দ্বিতীয় ডোজটার যে তারিখ দেওয়া হবে সেই তারিখে যেন গ্রহণ করেন।

রাজধানীর ৪৩ হাসপাতালে ৩৫৪ সেন্টারে এ টিকা কার্যক্রম চলবে। যার জন্য প্রশিক্ষণ নিয়েছে ১৪ হাজার স্বাস্থ্যকর্মী এবং ২৮ হাজার ভলান্টিয়ার।

স্বাস্থ্যকর্মীরা জানান, আমরা ভ্যাকসিন ক্যারিয়ার ও আইসব্যাক সংগ্রহ করেছি। শতভাগ ঠিকঠাকভাবে দিতে পারবো বলে আশা করছি।

এক একটা টিম ১০০ থেকে ১৫০ জনকে টিকা দিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি