কাল দেশে ফিরবেন বিএনপি নেতা কায়কোবাদ
প্রকাশিত : ১৯:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৪
দীর্ঘ ১৩ বছর পর আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর)দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে আছেন কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এই এমপি।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সৌদিআরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার।
কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে বইছে উৎসবের আমেজ। জননন্দিত এই নেতার বাংলাদেশে আগমন উপলক্ষে মাসজুড়ে মুরাদনগরে চলছে ব্যাপক আয়োজন। দল-মত র্নিবিশেষে বিমানবন্দরে কায়কোবাদকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, আলেম-ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিকসহ সব ধর্ম, শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ উপস্থিত হচ্ছেন।
এমবি
আরও পড়ুন