ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাল রাতে মুখোমুখি হচ্ছে স্পেন-ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ১৯ জুন ২০১৮ | আপডেট: ২১:২১, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পড়েছে মোগলের হাতে, খানা খেতে হবে হবে একসাথে। হ্যা এমনটাই ঘটতে যাচ্ছে, ইরান ও মরক্কোর ক্ষেত্রে। গ্রুপের একদল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। অন্যদল সাবেক বিশ্বকাপজয়ী স্পেন। তবে অবিশ্বাস্য হলেও সত্য, এখন পর্যন্ত শক্তিশালী দেশগুলোকে ছাড়িয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইরান। আর সেই ইরানের সঙ্গেই কাল রাত ১২ টায় মুখোমুখি হচ্ছে স্পেন।

মরক্কোকে হারিয়ে ইতোমধ্যে গ্রুপের শীর্ষে অবস্থান করছে এশিয়ার দেশ ইরান। অন্যদিকে স্পেন ও পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে ড্র করায় দল দুটির পয়েন্টও সমান। এদিকে ইরানের পয়েন্ট ৩ । আর স্পেন-পর্তুগালের এক পয়েন্ট করে। এমতাবস্থায় আজ রাত ১২ টায় ইরানের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। শক্তিমত্তার দিক থেকে এগিয়ে থাকলেও, ইরানও রয়েছে ফুরফুরে মেজাজে। তাই স্পেনকে যে ছাড় দিয়ে কথা বলবে না তা অনুমিত-ই।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি