ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালকিনিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:০২, ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে অহেদুজ্জামান তুহিন সরদার (৩৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের ঝাউতলা এলাকায় নিহতের ঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি, মানসিক সমস্যায় থাকা তুহিন আত্মহত্যা করেছেন।

তুহিন ঝাউতলা এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তুহিনকে বাসায় একা রেখে শুক্রবার সকালে তার মা ও ছোট ভাই তাদের গ্রামের বাড়ি উপজেলার এনায়েতনগর এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যা ৬ টার দিকে ছোট ভাই গ্রাম থেকে ফিরে ঝাউতলা বাসায় এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান।এসময় অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি জানালা দিয়ে দেখতা পান ঘরের আড়ার সঙ্গে ঝুলছে তুহিনের দেহ। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত তুহিনের ছোট ভাই রনি সরদার বলেন, আমি গ্রামের বাড়ি থেকে ফিরে বাসায় গিয়ে দেখি মেঝ ভাই তুহিনের লাশ ঝুলে আছে। এ সময় ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। দীর্ঘদিন ধরে আমার ভাই মানসিক যন্ত্রণায় ভুগছিল।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে এম সোহেল রানা বলেন,লাশ উদ্ধারের সময় তুহিনের কানে হেডফোন লাগানো ছিল। মোটরসাইকেলের ক্লাসের তার দিয়ে তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি