কালকিনিতে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:৫৪, ২১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:৫৬, ২১ জানুয়ারি ২০২৫
মাদারীপুরের কালকিনিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কালকিনি পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে রেন্ডীতলা এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার আত্মার মাগফেরাত,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি লতিফ বেপারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক তুহিন হাওলাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস//
আরও পড়ুন