কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
প্রকাশিত : ১৩:২১, ১ মে ২০১৭ | আপডেট: ১৪:৩৫, ১ মে ২০১৭
দেশের বিভিন্ন স্থানে গেলো রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ঘড়-বাড়ি ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি জেলায়।
রোববার রাত ১১টার দিকে রাজশাহীর কয়েক উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। সেসময় গাছের ডাল পড়ে গোদাগাড়ির কাঁকনহাটে মারা যান একজন। ঘূর্ণিঝড়ে সুনামগঞ্জে প্রায় ২ হাজারেরও বেশি কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে। বড় বড় গাছ ভেঙ্গে বিদ্যুতের পিলারের উপর পড়ায় বিছিন্ন হয়ে পড়েছে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ। নাটোরে জেলার প্রায় ২০ গ্রামের দেড় শতাধিক কাঁচা বাড়ি-ঘরের পাশাপাশি আম, লিচুসহ নতুন করে ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে ঝড়ে। এছাড়া খুঁটি উপড়ে পড়ায় বন্ধ রয়েছে বিদ্যুত সংযোগ।
আরও পড়ুন