কালীগঞ্জে নদে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশিত : ০৯:৪৩, ১৩ ডিসেম্বর ২০২৪
ঝিনাইদহের কালীগঞ্জের হাসিলবাগ গ্রামে বুড়ি ভৈরব নদের পানিতে ডুবে চয়ন হোসেন (৭) ও আবীর হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকার বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মৃত শিশু চয়ন ওই গ্রামের শওকত আলী ও আবীর হোসেন একই গ্রামের আবু সালেহের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে তিন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ডুঙা নিয়ে নদের মাঝখানে চলে যায়। এরমধ্যে এক শিশু বাড়িতে ফিরে আসে। কিন্তু সে কাউকে কিছু জানায় না। এরপর চারিদিকে ওই দুই শিশুর খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায় না। পরে এলাকার লোকজন নদের তীরে গিয়ে দেখে ডুঙা নাই। এরপর তারা নদের মাঝখানে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুঙাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ওই গ্রামে গিয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এসএস//
আরও পড়ুন