কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ১২৫ বছরের পুরনো মসজিদ (ভিডিও)
প্রকাশিত : ১৬:২৭, ৭ জুন ২০১৯ | আপডেট: ১৬:৩৫, ৭ জুন ২০১৯
কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ১২৫ বছরের পুরনো পাবনার কাচারি পাড়া জামে মসজিদ। ১৮৮৯ সালে এই মসজিদ নির্মান করা হয়। ব্রিটিশ উপনেবেশিক আমলে অনন্য স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি সংস্কার ও সংরক্ষনের দাবী এলাকাবাসীর।
পাবনা শহরের কেন্দ্রিয় মসজিদ কাচারি পাড়া জামে মসজিদ। শহরের ব্যস্ততম এলাকা অফিস পাড়ায় এই মসজিদেও অবস্থান ।
মসজিদের গায়ে বসানো ফারসি ভাষায় লিখিত ফলক থেকে জানা যায়, জমিদার আজিম চৌধুরীর আর্থিক সহযোগিতায় শেখ হারুন চাপরাশি ১৮৮৯ সালে এই মসজিদটি নির্মান করেন। তৎকালীন সরকারী কর্মচারিরাও মসজিদটি নির্মাণে আর্থিক সহযোগিতা করেছিলেন।
মসজিদটির স্থাপত্য শৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম শিল্পধারা। ২৬ টি ছোট বড় গম্বুজ আর ৮ ফুট উচু মেহ্রোব এই ধারার প্রকাশ। এ ছাড়া রয়েছে ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার। মসজিদের খিলান, আর সু-উচ্চ মিনার বাড়িয়ে দিয়েছে নান্দনিকতা ।
এখানে এক সাথে প্রায় দেড় হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারে।
শত বছরের ঐতিহ্যবাহি এই মসজিদের উন্নয়ন জরুরি বলে মনে করেন এলাকাবাসী।
আরও পড়ুন