ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কালো পোশাকে নারী সহিংসতার প্রতিবাদ হলিউড তারকাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:২৮, ৮ জানুয়ারি ২০১৮

নারীর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধে সবাইকে এক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হলিউডের সব তারকারা।

রোববার রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৫তম আয়োজনের মঞ্চ থেকে শক্তকণ্ঠে এ আহ্বান আসে।

শুধু আহ্বান জানিয়ে শেষ করেন নি তারকারা। তারা যৌন হয়রানির শিকার নারীদের প্রতি সংহতি প্রকাশ করতে গোল্ডেন গ্লোবের লাল গালিচায় এসেছিলেন কালো রঙের পোশাক পরিধান করে।

মর্যাদাপূর্ণ এ পুরস্কারে এবছর মূল আকর্ষণ ছিল ‘মি টু’ ও ‘টাইমস আপ’ প্রচারাভিযান নিয়ে তারকাদের অভিমত।

বেভারলি হিলসের গোল্ডেন গ্লোব আয়োজনে উপস্থাপক এবং পুরস্কারবিজয়ীদের মুখেও ছিল এ নিয়ে কথকতা।

সহিংসতার শিকার নারীদের সঙ্গে সংহতি জানাতে গত বছর থেকেই সামাজিক মাধ্যমে ‘মি টু হ্যাশট্যাগ’ আন্দোলন শুরু হয়।

পরে চলচ্চিত্র অঙ্গনসহ অন্যান্য পেশায় নারীর প্রতি হয়রানি ঠেকাতে তারকা অভিনেত্রীরা নেন নতুন উদ্যোগ- টাইমস আপ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এবার সবচেয়ে বেশি চারটি পুরস্কার গেছে ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’ চলচ্চিত্রের ঘরে।  সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি