ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালো হরিণ চোখে কৃষ্ণকলি বিদ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫৬, ১৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘কালো? তা সে যতই কালো হোক/দেখেছি তার কালো হরিণ চোখ।’ গানে এই লাইনের মতই কালো হরিণ চোখে ভক্তদের মন মজিয়েছেন বিদ্যা বালান। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় বিদ্যার তার চোখের অপূর্ব এক লুক নিয়ে হাজির হয়েছেন।

খোলা চুলে ‘কৃষ্ণকলি’র বেশে হাজির হয়েছেন বিদ্যা।

ইতিমধ্যেই তাঁর এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই বিদ্যার এই ছবিতে ৭৯,২০০ লাইক পড়েছে। কমেন্টও এসেছে অজস্র। তবে শুধুই ছবি নয়, ক্যাপশানে বিশেষ বার্তাও দিয়েছেন বিদ্যা।

তিনি লিখেছেন, ‘তুমি যেমন, মৃত্যুর আগে পর্যন্ত তুমি সেভাবেই থাকার চেষ্টা করো। যেভাবে স্বচ্ছন্দ্য বোধ করো, তেমনই থাকার চেষ্টা করো।’

প্রসঙ্গত, বরাবরই বিদ্যা বলিউডের অন্যান্য অভিনেত্রীদের থেকে আলাদা। নিজের পোশাক, চিন্তাধারা সব ক্ষেত্রেই তিনি স্বতন্ত্রতা দেখিয়ে আসছেন।

সম্প্রতি, এক সাক্ষৎকারে সেক্স নিয়ে খোলামেলা কথা বলেছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘সেক্স কোনও ট্যাবু নয়, এটা একটা অনুভূতি মাত্র। এদেশে মানুষ সেক্স নিয়ে আলোচনা করতে অস্বস্তি বোধ করে, কারণ আমাদের দেশের সংস্কৃতিতে বিয়ে নামক প্রতিষ্ঠানের মধ্যেই সেক্সকে সীমাবদ্ধ রাখে। তবে তাতে সেক্সের আসল অনুভূতি বা তৃপ্তিটাই সবক্ষেত্রে থাকে না।’

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি