কাশ্মীর সংকট নিরসনে চীনের প্রস্তাব নাকচ ভারতের
প্রকাশিত : ১৮:১৪, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৫০, ১৫ জুলাই ২০১৭
কাশ্মীর সংকট নিরসনে প্রতিবেশী দেশ চীনের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দিয়েছে ভারত। ভারত জানিয়েছে, তৃতীয় কোনো জাতির হস্তক্ষেপ ছাড়া এ বিষয়ে শুধু পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল ব্যাগলে এ বিষয়ে দেশটির অবস্থান পরিষ্কার করেন।
১৯৮৯ সালের পর থেকে কাশ্মীরে বিভিন্ন সংঘর্ষে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংকট নিরসনের জন্য সম্প্রতি ভারত-পাকিস্তানকে গঠনমূলক প্রস্তাব দেয় চীন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল ব্যাগলে গণমাধ্যমকে বলেন, আমরা কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলতে প্রস্তুত। কিন্তু কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নয়।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং বলেন, ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ পরমানু শক্তিধর দেশ। দেশ দুটির মধ্যকার কাশ্মীর সংকটের বিষয়টি আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে। সংকট নিরসন করে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নেরও প্রস্তাব দেয় চীন।
অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির সরকার যেকোনো বিষয় আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী।
আর/ডব্লিউএন
আরও পড়ুন