ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত দুই জওয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগে জম্মু ও কাশ্মীরের জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই ৷ শুক্রবার রাতে কিশতওয়ার জেলায় এই লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জওয়ানের ৷ জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে শনিবার এক সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রীর ৷

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাশাপাশি কিশতওয়ারকে সংযোগকারী ছাতরু বেল্টের নাইদঘাম এলাকায় একটি কর্ডনে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ এ খবর পাওয়ার পর দেশটির সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ তখনই জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে মারা যান দুই জওয়ান ৷ 

এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়েছে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে৷ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি রবিন্দর শর্মা এক বিবৃতিতে বলেছেন, "কংগ্রেস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে ৷ বিজেপি সরকার সন্ত্রাসের মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ ৷ যা জম্মু অঞ্চলে দুই দশক পরে পুনরুজ্জীবিত হয়েছে । সরকারকে 'ফাঁপা দাবি' করার পরিবর্তে সন্ত্রাসবাদী হামলা রোধে জরুরি ব্যবস্থা নিতে হবে ।"

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি