ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাস্টমস খাতে বরাদ্দের অর্থ এমনভাবে ব্যবহার হবে,যাতে আমদানী এবং রপ্তানী- উভয়খাত লাভবান হন

প্রকাশিত : ১৭:২৩, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:২৩, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

fbcciআসন্ন বাজেটে কাস্টমস খাতে বরাদ্দের অর্থ এমনভাবে ব্যবহার করা হবে যাতে আমদানী এবং রপ্তানী- উভয়খাতের সঙ্গে সংশ্লিষ্টরা সমানভাবে লাভবান হন। এমনটাই জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজীবুর রহমান। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাসিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ’কথা বলেন। ডিজিটাল কাস্টমস এবং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেমের আরো প্রসারের কথা জানিয়ে তিনি বলেন, ২০৪১ সালের রূপকল্পের সাথে একাত্ম হয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে। বৈঠকে উপস্থিত ছিলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রূপালী চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট কেভিন লায়ন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি