ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাস্ত্রো পুত্রের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২ ফেব্রুয়ারি ২০১৮

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে অ্যাঞ্জেল কাস্ত্রো দি আজ-বালার্ত আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন ও ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন। তবে তিনি বাড়ি থেকে চিকিৎসা নেওয়ায় আজ স্থানীয় সময় সকালে আত্মহত্যা করেন।

কিউবার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিদেলিতো দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাভানায় তিনি আত্মহত্যা করেন। কিউবার সরকারি সংবাদপত্র গ্রানমা বলছে, বেশ কয়েক মাস ধরে ফিদেলিতোর চিকিৎসা চলছিল।

সাবেক সোভিয়েত ইউনিয়নে পরমাণু পদার্থবিদ হিসেবে পড়ালেখা শেষ করেন আজ বালার্ত। র ছেলে। তিনি কিউবান কাউন্সিল অফ স্টেটের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন। একই সঙ্গে তিনি কিউবার অ্যাকাডেমি অফ সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ফিদেলিতো ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। তার মায়ের কারণে কিউবান-আমেরিকান অভিবাসী বিশেষ করে ক্যাস্ত্রোর অনেক শত্রুর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলছিল অোজ-বালার্ত। সেখান থেকে শিক্ষাগ্রহণ শেষে তিনি কিউবান সায়েন্টিফিক কাউন্সেলরের দায়িত্ব পালন করেন। একইসঙ্গে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কিউবান একাডেমি অব সায়েন্সেস সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে ১৮৮০-১৯২ সালে তিনি জাতীয় ন্যাশনাল কাউন্সিলের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। শুধু তাই নয়, সেখান থেকে পরমাণু উন্নতির লক্ষ্যে তিনি পরমাণু কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তার বাবা ফিলেদ ক্যাস্ত্রো তা মেনে নেয়নি। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে দেশটি পারমাণবিক কেন্দ্র স্থাপন থেকে পিছিয়ে আসে। বিশেষ করে, রাশিয়া দেশটির পরমাণু খাতে বরাদ্ধ বন্ধ করে দেওয়ায় তাদের পারমাণবিক অগ্রগতির বিষয়টি থমকে যায়। এরপরই লোকসমাগম থেকে নিজেকে আড়াল করে ফেলেন ফিলেদ পুত্র।

তার বাবার মৃত্যুর মাত্র ১ বছর পর অ্যাঞ্জেল দি আজ-বালার্ত পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। যুক্তরাষ্ট্রের বুকে কাঁপুনি ধরানো কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর অনুপস্থিতিতে তার পুত্র অ্যাঞ্জেলা কাস্ত্রো দি আজ-বালার্তকে দেশটির নতুন নেতা হিসেবে দেখছিলেন দেশবাসী। তবে শেষ পর্যন্ত সকলকে কান্নার সাগরে ভাসিয়ে পৃথিবীর মোহ ত্যাগ করে পরপারে পাড়ি জমায়ন ফিদেল পুত্র।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি