ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কিংবদন্তি উস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬১তম জন্মবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৮ অক্টোবর ২০২৩

ভারত উপমহাদেশের রাগ সঙ্গীতের কিংবদন্তি উস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬১তম জন্মবার্ষিকী আজ ৮ অক্টোবর। 

১৮৬২ সালের এই দিনেই তিনি তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। 

তার বাবা সবদর হোসেন খাঁ এবং মা সুন্দরী বেগম। শিশুকাল থেকেই সুরের প্রতি তার এক অন্যরকম আকর্ষণ ছিল। বাল্যকালে বড় ভাই ফকির আফতাব উদ্দিন খাঁর নিকট সঙ্গীতে তার হাতেখড়ি হয়। সুরের প্রতি তার এতটাই মোহ ছিল এই সুরের জ্ঞান অর্জনে তিনি মাত্র ১০ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিলেন।  

কিশোর বয়সে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলকাতার প্রখ্যাত সংগীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্বে সাত বছর সরগম সাধন করে যন্ত্রসংগীত সাধনায় নিযুক্ত হন। এরপর থেকেই তিনি ভারতে বসবাস শুরু করে বাদ্যযন্ত্রের তালিম নিতে থাকেন। 

তিনি তার সুরের মূর্ছনায় তৎকালীন ব্রিটিশ রানী থেকে সুর সম্রাট উপাধিসহ ভারত উপমহাদেশে দুর্লভ উপাধি ও সম্মানে ভূষিত হন।

রাগসঙ্গীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এই সঙ্গীতজ্ঞ ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে মৃত্যুবরণ করেন। 

পরে সেখানেই তাকে সমাহিত করা হয়। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন জানান, দিনটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শিবপুর গ্রামে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি