কিংবদন্তি গায়ক লিটল রিচার্ড আর নেই
প্রকাশিত : ০৯:১৭, ১১ মে ২০২০
কিংবদন্তি গায়ক লিটল রিচার্ড আর নেই। গত শনিবার ৮৭ বছর বয়সে তিনি মারা যান। প্রয়াত শিল্পীর পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। রিচার্ডের ক্যান্সার ছিল বলে জানিয়েছেন তার ছেলে।
লিটল রিচার্ডের বেজ গিটারিস্ট চার্লস গ্লেন জানান, দুই মাস ধরে গুণী এই শিল্পী অসুস্থ ছিলেন।
সাবেক মুখপাত্র ডিক অ্যালেন নিশ্চিত করেছেন, টেনেসি রাজ্যের ন্যাশভিলে নিজের বাড়িতে মারা গেছেন তিনি। তখন পাশে ছিলেন তার ভাই, বোন ও ছেলে ড্যানি পেনিম্যান।
দ্য বিটলস, এলভিস প্রিসলি, এলটন জনসহ বিখ্যাত অনেক সংগীতশিল্পীর মধ্যে রয়েছে তার প্রভাব। তাকে ভাবা হয় রক ‘এন’ রোলের পথিকৃৎ।
এদিকে লিটল রিচার্ডের মৃত্যুতে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন শিল্পী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
উল্লেখ্য, ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জন্মের পর তার নাম রাখা হয় রিচার্ড ওয়েইন পেনিম্যান। পরিবেশনা ও অতিরঞ্জিত পোশাক ছিল লিটল রিচার্ডের বৈশিষ্ট্য। পঞ্চাশের দশকে তার ক্যারিয়ারের সোনালি দিন ছিল। তখন আমেরিকায় প্রচণ্ড শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ বিভাজন ছিল। তবুও তার গান সবশ্রেণির সব বর্ণের শ্রোতারা গ্রহণ করেছিলেন। মিক জ্যাগার, ডেভিড বোওয়ি, রড স্টুয়ার্টের মধ্যেও রয়েছে লিটল রিচার্ডের প্রভাব। ষাটের দশকের মাঝামাঝি তার ব্যান্ডে গিটার বাজাতেন জিমি হেন্ড্রিপ।
রিচার্ডের বিখ্যাত গানের তালিকায় অন্যতম ‘গুড গলি মিস মলি’। ১৯৫৮ সালে ইউকে চার্টে জায়গা করে নেয় এটি। তার অন্য জনপ্রিয় গান হলো ‘টোয়েন্টি ফরটি’, ‘লং টল স্যালি’ প্রভৃতি। বিশ্বব্যাপী তার গানের তিন কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। ১৯৮৬ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে স্থান পাওয়া বিখ্যাত ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম।
এসএ/