ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৭:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস মৃত্যুবরণ করেছেন।  তার বয়স হয়েছিল ৭২ বছর।  সোমবার তিনি মারা যান বলে তার মেয়ে নয়াব উদাস ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থায় ভুগছিলেন পঙ্কজ উদাস।

৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন বিখ্যাত এই গায়ক। হিন্দি ছবির গানে আশির দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘নিকলো না বেনাকাব'— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনে দাগ কাটে।

কেআই//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি