ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক কুন্দন শাহ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:৪৭, ৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক কুন্দন শাহ প্রয়াত। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, ৬৯ বছর বয়সী এ চলচ্চিত্র পরিচালক ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান।

কুন্দন শাহ ‘জানে ভি দো ইয়ারো’দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। তারই পরিচালিত প্রথম এ ছবির হাত ধরে খ্যাতির শীর্ষে পৌঁছে যান তিনি। ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ভারতীয় সিনেমায় প্রথম এই ছবির হাত ধরেই ব্যঙ্গাত্মক কমেডির প্রবেশ ঘটেছিল। এই ছবির জন্য ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ডও পান কুন্দন শাহ।

এরপর তিনি চলে আসেন ছোটপর্দায়। সেখানে তাঁর পরিচালনায় শুরু হয় ‘নুক্কর’ এবং ‘ওয়াগলে কি দুনিয়া’ নামে দুটি টেলি সিরিয়াল। এই দুই টেলি সিরিয়ালেরই জনপ্রিয়তা ছিল ছোটপর্দায়। তারপর ফের ‘কভি হ্যাঁ কভি না’  দিয়ে বলিউডে ফেরেন কুন্দন শাহ। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এই ছবির সৌজন্যেই কুন্দন শাহ প্রথম পরিচালক হিসেবে ফিল্মফেয়ার ক্রিটিকস সম্মানে সম্মানিত হন ১৯৯৪ সালে।

সূত্র : এবিপি

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি