ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

কিউবা নীতি বাতিল করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ১৭ জুন ২০১৭

ওবামা প্রশাসনের কিউবা নীতি বাতিল করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
নীতিটিকে সম্পূর্ণ একপাক্ষিক বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। বলেন, নতুন নীতিতে মার্কিনীদের কিউবা ভ্রমণ এবং দেশটিতে তহবিল পাঠানো কঠোর হবে। তবে হাভানায় মার্কিন দূতাবাস বন্ধ না করার বিষয়ে তিনি মত দেন। এছাড়া দু’দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে কোন পরিবর্তন হবে না বলে জানান ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে কিউবার সঙ্গে পাঁচ দশকের বৈরি সম্পর্কের বরফ গলেছিলো। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন স্বীদ্ধান্তের সমালোচনা করেছে কিউবা।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি