কিউবায় আঘাত হেনেছে ইরমা
প্রকাশিত : ১১:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৭
ক্যারিবিয় দ্বীপপুঞ্জে ব্যাপক ধংসযজ্ঞের পর কিউবায় আঘাত হেনেছে হারিকেন ইরমা। প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাতসহ কিউবার উপকূলীয় অঞ্চলে আছরে পরছে ক্যাটাগরি-৫ এর এই হারিকেন। দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকার ক্যামাগে আর্চিপিলাগো শহতে আঘাত হেনেছে ইরমা।
বিগত কয়েক দশকে কিউবায় কোন ক্যাটাগরি-৫ মাত্রার হারিকেন আঘাত হানার ঘটনা এটিই প্রথম। কিউবায় আঘাত হানার কয়েক ঘন্টা আগে এটি আরও শক্তিশালী হয়। ধারণা করা হচ্চিল, ক্যাটগির -২ হয়ে তা আঘাত হানবে কিউবায় কিন্তু তা ৫ হয়েই আঘাত করে কিউবাকে। তবে নিজের গতিপথ পরিবর্তন করে বাহামাকে অনেকাংশেই নিস্তার দেয় এই হারিকেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের বরাত দিয়ে বিবিস জানায়, শনিবার আন্তর্জাতিক সময় রাত ৩টায় ইরমা সর্বোচ্চ গতি অর্জন করে। কেন্দ্রে তখন তার গতি ছিল প্রায় প্রতি ঘন্টায় ২৮৭ কিমি অথবা ১৬০ মাইল। হাভানা থেকে বিবিসি’র সাংবাদিক উইল গ্রান্ট জানান, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন হয়ে গেছে। শহরের সঙ্গে দূরবর্তী অঞ্চলের যোগাযোগ দুরুহ হয়ে উঠছে।
ক্যামিগো প্রদেশের একজন সাবেজ সেবিকা আনাইডা গনজালভেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলে, ঝড়ের গতি ক্রমশ বাড়ছে। আমরা এরইমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে আছি। প্রায় ৫০ হাজার পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বলে জানায় দেশটির সরকার।
কিউবার পর ইরমার পরবর্তী লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। ইরমার আঘাতে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে এখন পর্যত ২০ জন মানুষ হতাহতের ঘটনা ঘটেছে।
সূত্রঃ বিবিসি
//এস এইচ//এআর
আরও পড়ুন