ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিডনির পাথর দূর করতে ঘরোয়া ৪ উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৬, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কিডনি মানবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কারণ কিডনি শরীর থেকে ক্ষতিকর টক্সিক বের করে এবং শরীরে পানি, খনিজের ভারসাম্য বজায় রাখে। কিন্তু নানা কারণে কিডনিতে পাথর জমতে থাকে। আর কিডনিতে পাথর জমলে নানা সমস্যা দেখা দেয়। সাধারণত সার্জারির মাধ্যমে অপসরণ করা হয় কিডনির পাথর। তবে প্রাকৃতিক উপায়েও কিডনির পাথর দূর করা যায়। চলুন জেনে নেওয়া যাক কিছু উপায়-

পানি

কিডনির সুরক্ষার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি শরীরে আর্দ্রতা বজায় রাখে। সেইসঙ্গে কিডনির কার্যকারিতা এবং হজমশক্তি ঠিক রাখে। যাদের কিডনিতে পাথর জমে তাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এর ফলে ইউরিনের মাধ্যমে তা কমে যেতে পারে। প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি পান করা উচিত।

অলিভ অয়েল আর লেবুর রস

এই মিশ্রণ কিডনির পাথর জমা অপসারণে দারুন কার্যকরী। তাই নিয়মিত এই মিশ্রণটি খেতে পারেন যতদিন পাথর না সরে যায়।

আপেল সিডার ভিনেগার

এটি কিডনির পাথর জমা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। পাথর কিডনি থেকে সরে না যাওয়া পর্যন্ত প্রতিদিন এক গ্লাস হালকা গরম পানিতে দুই চামচ আপেল সিডার দিয়ে পান করুন।

ডালিমের জুস

পুষ্টিসমৃদ্ধ পানীয়টি শরীরের আর্দ্রতা বজায় রাখে। নিয়মিত এই জুস পান করুন। এর ফলে প্রাকৃতিকভাবে কিডনির পাথর সরে যায়। শধু তাই নয়, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়।    

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি