কিম ইস্যুতে আবের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
প্রকাশিত : ১৭:১০, ২৯ মে ২০১৮
উত্তর কোরিয়ার সাথে শীর্ষ বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার ফোনালাপের পর হোয়াইট হাউজের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করছে।
ফোনালাপে দুই নেতাই উত্তর কোরিয়ার সকল ক্ষেপনাস্ত্র পুরোপুরি ধ্বংসের বিষয়ে একমত হন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সেইসাথে উত্তর কোরিয়ার সাথে বৈঠকে পরস্পরকে সহযোগীতা করতেও সম্মত হয়েছেন ট্রাম্প-আবে। অন্যদিকে, বৈঠক সফল করতে উত্তর কোরিয়ার শীর্ষ কুটনীতিকদের সাথে আলোচনায় বসবেন মার্কিন কর্মকর্তারা। এরআগে এক টুইট বার্তায় শীর্ষ বৈঠক বাতিল করেলেও পরে আবার সম্মতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: সিএনএন
এমজে/
আরও পড়ুন