ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কিমের লেখা চিরকুট যাবে ট্রাম্পের পকেটে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১ জুন ২০১৮

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের লেখা একটি চিরকটু নিয়ে হোয়াইট হাউজে হাজির হয়েছেন দেশটির কূটনীতিকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় উত্তর কোরিয়ার প্রতিনিধিদল তাদের নেতা কিম জং উনের লেখা ওই চিরকূট হস্তান্তর করবেন বলে জানা গেছে।

কিমের খুবই আস্থাভাজন জেনারেল কিম ইয়ং চোল নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার প্রতিনিধিদলটি বুধবার চীন থেকে ওয়াশিংটন পৌঁছায়। সেখানে তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার চোল নেতৃত্বাধীন দলটির হোয়াইট হাউজে যাওয়ার কথা রয়েছে।

চোলের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই বলেছেন, দ্রুত অগ্রগতি আসবে না। এ ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। এ দিকে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিংয়ের বৈঠকের সম্ভাব্য বিষয়াবলি নিয়ে আলোচনা করতেই উত্তর কোরিয়ার এই কূটনীতিক দল ওয়াশিংটনে পৌঁছায়। এর আগে মার্কিন কূটনীতিক দলও উত্তর কোরিয়ায় সফর করেন।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি