ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

কিমের সম্পদ বাজেয়াপ্ত করতে চায় যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ৭ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্পদ বাজেয়াপ্ত করণ এবং তেল সম্পদের ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র।  অন্য এক প্রস্তাবে কাপড় ও শ্রমিক রফতানির ওপরও নিষেধাজ্ঞার আহ্বান জানান যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

তবে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে।  উত্তর কোরিয়া ইতোমধ্যে জাতিসংঘের আরোও অধিক বেশি নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে এবং তাদের অস্ত্র কর্মসূচি হ্রাস করার ব্যাপারে বাধ্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দুইদিন আগেই জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন।  নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র ১১ সে্প্টেম্বর ভোটের জন্য অপেক্ষা করছে। এই প্রস্তাবে সরাসরি কিমকে লক্ষ্য করা হয়েছে। কিম ও তার  ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যের সম্পদ বাজেয়াপ্ত করার  চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এতে  বৈশ্বিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। এই তালিকায় পড়তে পারেন আরও চারজন সিনিয়র কমকর্তা। 

অন্যদিকে হোয়াইট হাইসের বরাত দিয়ে বলা হয় যে,  ডোনাল্ড ট্রাম  ও চীন প্রেসিডেন্ট শি জিনপিং গত বুধবার উত্তর কোরিয়ার ব্যপারে ফোনে  আলোচনা করেন। ফোনে উত্তর কোরিয়ায়ার পারমাণবিক অস্ত্র পরিচালনা বন্ধের ব্যপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম। সূত্র:বিবিসি

/এম//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি