ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

কিরান রিচার্ডসনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:০০, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০০, ২১ অক্টোবর ২০১৬

কিরান রিচার্ডসন ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবলার। জাতীয় দলের পাশপাশি ক্লাব পর্যায়েও খেলেন তিনি। ১৯৮৪ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের গ্রীনউইচ শহরে জন্ম গ্রহন করেন রিচার্ডসন। তাঁর পুরো নাম কিরান এডওয়ার্ড রিচার্ডসন। তবে সবার কাছে রিচার্ডসন নামেই বেশী পরিচিত এ ইংলিশ ফুটবলার। ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। আর অল্প সময়ে ভালো ফুটবল খেলায় পরিবার থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া হয়। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় সুনামের সাথে খেলতে থাকেন। এরপর ধীরে ধীরে পেশাদার ফুটবলে জড়িয়ে পড়েন তিনি। পেশাদার ফুটবলে তার প্রথম ক্লাব ওয়েষ্টহ্যাম ইউনাইটেড। এ ক্লাবের হয়ে খেলেছেন মাত্র এক মৌসুম। এর পরের বছর যোগ দেন ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবে। ম্যান ইউর হয়ে খেলেছেন টানা পাঁচ বছর। লেফট ব্যাক পজিশনে খেললেও রেড ডেভিলসদেও হয়ে ৪১ ম্যাচে ২টি গোল করেছেন রিচার্ডসন। ২০০৫ সালে ধারে যোগ দেন আরেক ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েষ্ট ব্রুমউইচে। ২০০৭ সালে যোগ দেন সান্ডারল্যান্ড ক্লাবে। এ ক্লাবে ১৩৪ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ১৪টি। ২০১২ সালে যোগ দেন ফুলহ্যামে। ফুলহ্যামে খেলেছেন দুই মৌসুম। এ এরপর দুই মৌসুম খেলেন অ্যাস্টন ভিলায়। আর ২০১৬ সাল থেকে খেলে যাচেছন কার্ডিফ সিটি ক্লাবে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় যুব দলেও সমান তালে খেলেছেন রিচার্ডসন। অনুর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলা শুরু করেন। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেন  ইংল্ধসঢ়;্যান্ড অনুর্ধ্ব-২১ দলে। এর পাশাপাশি ২০০৫ সালে এক মৌসুমের জন্য মাঠ মাতিয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলে।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি