কিশোরগঞ্জে নিহত ২, বিভিন্নস্থানে সংঘর্ষ
প্রকাশিত : ১৪:৫৬, ৩১ অক্টোবর ২০২৩
বিক্ষিপ্ত ঘটনায় দেশজুড়ে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত হয়েছেন দু’জন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জন। গাড়ি ভাংচুর ও আগুন দেয়া হয়েছে চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে।
মঙ্গলবার সকালে অবরোধের পক্ষে কিশোরগঞ্জের ভৈরবে সড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের চলে ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষে মারা যান দু’জন। আহত হন পুলিশসহ ২০ জন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করেন বিএনপি কর্মীরা। এসময় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ কর্মীরা মিছিল করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপিকর্মীরা। ত্রিমুখী সংঘর্ষে আহত হন ৫০ জনের মতো।
কুমিল্লার বিশ্বরোডেও পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। মানিকগঞ্জ ও হবিগঞ্জেও পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পুলিশ টিয়ারসেল নিপেক্ষ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে কয়েকটি গাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেন বিএনপিকর্মীরা।
তবে শান্তিপূর্ণ অবরোধ চলছে বিভাগীয় শহর সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা, যশোর, ময়মনসিংহসহ টাঙ্গাইল, বরগুনা, ফেনী, নাটোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও লক্ষ্মীপুরে।
এসব জেলায় দূরপাল্লার বাসসহ স্বাভাবিক আছে গণপরিবহন চলাচল। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এএইচ
আরও পড়ুন