ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জে লটকন চাষে সফল চাষীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:২৩, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনদিন বাড়ছে লটকনের চাষ। মুখরোচক ফল হিসেবে পরিচিত লটকনে রয়েছে ভিটামিন সি, ডি ও কার্বোহাইড্রেড। এই এলাকার মাটি লটকন চাষের উপযোগী হওয়ায় বাড়ছে আবাদ। সাবলম্বী হচ্ছেন চাষীরা।

কয়েক বছর আগে এক/দুইজন কৃষক লটকন চাষ করতেন কুলিয়ারচরে। এখন পাল্টে গেছে দৃশ্যপট। বাণিজ্যিক ভিত্তিতে হচ্ছে লটকনের আবাদ।

কম খরচে বেশি ফলন এবং আর্থিকভাবে লাভ হওয়ায় লটকন চাষ জনপ্রিয় হচ্ছে এই এলাকায়। লটকন ছায়া যুক্ত অনুউর্বর জমিতে চাষ করা যায়। লটকনের চারা রোপনের ৭ থেকে ৮ বছরের মধ্যে ফলন দিতে শুরু করে। এরপর আর তেমন পরিচর্যার প্রয়োজন হয়না।

তবে, বাগানের সঠিক পরিচর্যা না করায় কাঙ্খিত ফলন ও গুণগত মান থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা।

আবদুল্লাহপুর ইউনিয়নে প্রায় ৩০ হেক্টর জমিতে লটকনের চাষ হচ্ছে।

আধুনিক প্রযুক্তিতে লটকন চাষ করলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি