ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জের ডিসিকে প্রত্যাহারের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জে জুলাই বিপ্লব, শহীদ আবু সাঈদকে কটুক্তি ও ফ্যাসিবাদের দোসরদের পূনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্র-জনতার ঘন্টাব্যাপী এ কর্মসূচি ও বিক্ষোভ পালন করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ফৌজিয়া খান এবং পুলিশ সুপার হাছান মাহমুদের সামনে একজন বীর মুক্তিযোদ্ধা তার বক্তব্যের সময় ২৪ ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে কটাক্ষ করে বক্তব্য ও বিতর্কিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

মানববন্ধন থেকে আবু সাঈদকে নিয়ে কটুক্তিকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি করেন। এছাড়া ফ্যাসিবাদের দোসরদের  পূনর্বাসনের দায়ে তারা কিশোরগঞ্জ জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি করেন। 

মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদসহ হাজারো শহীদের রক্তে ২৪-এর গণ-অভ্যুত্থান। এর সুবিধাভোগী হিসেবে কেউ ডিসি, কেউ সচিব আবার কেউ অন্যান্য লাভজনক পদ পেয়েছেন। তাদেরই একজন কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খান। তাকে মঞ্চে রেখে বিজয় দিবসের অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি ছিদ্দিক ও ইদ্রিছ আলী ভূঁইয়া তার বক্তব্যেরছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে কটাক্ষ করে বক্তব্য রাখেন এবং শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি