কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:১৬, ২৪ মার্চ ২০২৫

কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) দিবাগত মধ্যরাতে মেহেরপুর শহরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউদ্দিন।
তিনি জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম দুপুর তিন থেকে চারটার দিকে মেহেরপুর এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে কিশোরগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এরপর মেহেরপুর পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। তার আগে জেলা পুলিশ কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে।
এএইচ
আরও পড়ুন