ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জের ২ রাজাকারের মৃত্যুদন্ডাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ১৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:৩৩, ১৯ এপ্রিল ২০১৭

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মোহাম্মদ হুসাইন ওরফে হোসেন ও মুহাম্মদ মোসলেম প্রধানকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ জানিয়েছে প্রসিকিউশন। আর আপিল করার কথা জানিয়েছে আসামীপক্ষ। 

১৯৭১ সালে নিকলি থানা এলাকায় ‘রাজাকার দারোগা’ হিসেবে পরিচিত হুসাইন। আর মোসলেম প্রধান মুক্তিযুদ্ধের সময় নিকলি ইউনিয়নে রাজাকার কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনসহ ছয় অপরাধের অভিযোগ আনা হয় দুই আসামির বিরুদ্ধে।

যুদ্ধাপরাধের ছয় ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ৯ মে মোসলেম ও হুসাইনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। যুক্তি উপস্থাপন শেষে গত ৭ মার্চ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষনের অভিযোগে মৃত্যুদন্ডের রায় ঘোষনা করা হয়। অন্যান্য অপরাধে দেয়া ২২ বছর করে কারাদন্ড।

এদিকে মৃতুদন্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামী পক্ষের আইনজীবী।

২০১০ সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর এটি ২৮তম রায়।

দেখুন ভিডিওসহ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি