কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে ধরে গণপিটুনি
প্রকাশিত : ০৮:৪৯, ২৯ মার্চ ২০২৫ | আপডেট: ০৯:০৫, ২৯ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা পৌর এলাকায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার (যৌন নিপীড়ন করার) অভিযোগে আরিফুল ইসলাম শিশির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনী দেয়।
নির্যাতিতার বাবার দায়ের করা মামলায় শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তার আরিফুল ইসলাম শিশির চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ওই কিশোরী নুডলস কিনতে বাড়ি থেকে বের হয়। এসময় কিশোরীকে রাস্তায় একা পেয়ে অভিযুক্ত আরিফুল যৌন নিপীড়ন করে এবং তাকে টেনে একটি দোকানের ভেতরে নেওয়ার চেষ্টা করে।
এসময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং অভিযুক্তকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক আরিফুলকে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন