ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কিয়েভ শত্রুতা ও সন্ত্রাসী হামলা বন্ধ করলে শান্তিপূর্ণ সমাধান সম্ভব : কূটনীতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১১ আগস্ট ২০২৩ | আপডেট: ১৮:৫৯, ১১ আগস্ট ২০২৩

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বৃহস্পতিবার বলেছেন, কিয়েভ শত্রুতা এবং সন্ত্রাসী হামলা বন্ধ করলে ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব। খবর তাসের।

রাশিয়ার বার্তা সংস্থা তাস’কে দেওয়া এক সাক্ষাতকারে গালুজিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা আমাদের নীতিগত অবস্থান রেখেছি যে একটি ব্যাপক, টেকসই এবং ন্যায্য নিষ্পত্তি তখনই সম্ভব যখন কিয়েভ সরকার শত্রুতা এবং সন্ত্রাসী হামলা বন্ধ করবে।’

তিনি আরো বলেন, ‘এ যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোকেও কিয়েভের বাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।’

রাশিয়ার কূটনীতিক বলেন, ‘এ সংঘাতের সমাধানে পৌঁছাতে ইউক্রেনের সার্বভৌমত্বের মূল ভিত্তি নিরপেক্ষতা, কোন জোটে যোগ না দেওয়া এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চিত করতে হবে।’

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি