ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কী করে বুঝবেন ‘হার্ট অ্যাটাক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৯ জুন ২০১৭ | আপডেট: ১২:০৮, ১০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

খাদ্যাভ্যাস ও নানা পারিপার্শ্বিক অবস্থার কারণে বর্তমানে সব বয়সের মানুষই হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। আর তাই সম্প্রতি হার্ট অ্যাটাকের হার বেড়েছে অনেক বেশি। দিব্যি হেঁটে চলা সুস্থ মানুষ হার্ট অ্যাটাক হয়ে বাঁচা-মরার সঙ্গে লড়াই করছেন। কিন্ত অনেকেই বুঝতে পারেন না তিনি কি হার্ট অ্যাটাকের শিকার হয়েছে নাকি অন্য কিছু।

চিকিৎসকরা বলেন, হার্ট অ্যাটাক দেহের একটি অনিশ্চিত প্রক্রিয়া। কেউ কেউ হার্ট অ্যাটাকের পর অনেকদিন বেঁচে থাকেন আবার কেউ কেউ মুহূর্তে মারা যান। অনেকে হার্টের ব্লকসহ দীর্ঘদিন ভালো থাকেন চিকিৎসার মাধ্যমে আবার অনেকে হারিয়ে যেতে পারেন জীবন থেকে। এখন প্রশ্ন হচ্ছে, চিকিৎসক ছাড়া সাধারণ মানুষরা কী করে বুঝবেন হার্ট অ্যাটাক হয়েছে। নিচে কতগুলো লক্ষণ দেওয়া হলো। এগুলোই হার্ট অ্যাটাকের মূল ও প্রাথমিক লক্ষণ-

রোগীর নিঃশ্বাসের কষ্ট হবে।

বুকে পাথর চাপিয়ে দেওয়ার মতো ভারি ভাব হবে।

দরদর করে ঘাম ঝরবে রোগীর।

বুকের কষ্ট ক্রমশ হাত, কাঁধ ও চোয়ালে ছড়িয়ে পড়বে।

অবশ হয়ে যাওয়ার অনুভূতি হবে।

অনেকে অজ্ঞানও হয়ে যেতে পারেন।

এই লক্ষণগুলোর একটিও ঘটলে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতাল দূরে থাকলে আশেপাশের চিকিৎসক থাকলে তার শরণাপন্ন হতে হবে। সূত্র : দ্য হেলথ সাইট

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি