ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কীভাবে নান্দনিক হয়ে উঠল জলঢাকার স্কুলটি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

এক ঝলক চোখের দেখায় বোঝার উপায় নেই স্কুল নাকি শিশু পার্ক, নীলফামারীর জলঢাকা উপজলোর বালাগ্রাম ইউনিয়নের সাউথ সরকারি প্রাথমকি বিদ্যালয়ের পরিবেশটাই এমন। পড়াশোনার পাশাপাশি মন ভরে খেলাধুলাও করতে পারে এই স্কুলের শিশু শিক্ষার্থীরা। কিন্তু স্কুলটি কীভাবে এতো নান্দনিক হল? চলুন জেনে নিই এর পেছনের গল্প।

স্কুল আঙিনায় ঢুকতেই চোখ জুড়িয়ে যায় সবার। সারি সারি এরিয়া পাম, চায়না টগর, তাল পাম, ঘাস ফুল, কলাবতিসহ নানান জাতের গাছ আর শিশুদের খেলার সরঞ্জামে ভরপুর মাঠ। 

পরিকল্পিতভাবে বসানো স্লিপার, দোলা ও ঢেকিতে খেলছে শিশুরা। পরিবেশটা এতোটাই মনোরম যে শিশু শিক্ষার্থীদের পাশাপাশি বড়রাও মুগ্ধ হয় অনায়াসে। 

স্কুলের শিশু শিক্ষার্থীরা বলছে, খেলার লোভেই এখন আর স্কুল ফাঁকি দিতে ইচ্ছা করেনা তাদের। অনেক শিক্ষার্থী আবার এই কারণেই অন্য স্কুল থেকে এসে ভর্তি হয়েছে এখানে। 

শুধু খেলাধূলাই নয়, পড়াশোনাতেও অন্য অনেক স্কুলের চেয়ে এগিয়ে, বলছে স্কুলের শিক্ষার্থীরা।  

পড়াশোনা ও শিশুর মানসিক বিকাশ একসাথে হবে এই আশায় এই স্কুলে সন্তানকে পড়াতে আগ্রহী অভিভাবকরা।

স্কুলের একজন শিক্ষক জানান, শিশুদের আকৃষ্ট করতেই পরিকল্পিতভাবে টিম ওয়ার্কের মাধ্যমে এই পরিবর্তন এনেছেন তারা। 

আর প্রধানশিক্ষক বলেন, প্রথমে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে স্কুলটিকে শিশুবান্ধব করার চিন্তা করেন তারা। তারপরে সে অনুযায়ী সব শিক্ষকের সাথে আলোচনার মধ্যদিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।

এই স্কুলটিকে মডেল হিসাবে নিয়ে এই এলাকার প্রতিটি স্কুলকেই শিশুবান্ধর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর এজন্য সহায়তা করবেন বলে আশ্বাস জনপ্রতিনিধিদের। 

১৯২৯ সালে স্থাপিত এই বিদ্যালয়ে বর্তমানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করছে সাড়ে তিনশ শিক্ষার্থী। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি