ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কুইন অফ এলিগেন্স’ সানি লিওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৭, ৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সব সময়ই মোহময়ী সানি লিওন। বলিউডে তাঁকে নিয়ে হাজারো জল্পনা, সমালোচনা। কিন্তু সৌন্দর্যের জাদুতে অনেক নামিদামি অভিনেত্রীদের পেছনে ফেলে দিয়েছেন। আরও একবার প্রমাণ করলেন সানি লিওন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সানি লিওন। সেখানে কালো ব্যাকলেস গাউনে সানি লিওনকে যেন লাগছিল আরও সুন্দরি। সোশ্যাল সাইটে সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সানি ভক্তদের একাংশের মতে, ব্যাকলেস কালো পোশাকে সানিকে যেন লাগছিল, ‘কুইন অফ এলিগেন্স’।

সম্প্রতি সঞ্জয় দত্তের ভূমি-তে ট্রিপি ট্রিপি, আইটেম নম্বরে আগুন ঝরান সানি লিওন। দর্শকরা যতই ট্রিপি ট্রিপিতে সানি লিওনকে মহমোহী বলুন না কেন, সঞ্জয় দত্ত নাকি বেশ অখুশি ছিলেন। ওই সিনেমার আইটেম নম্বরে সানির লাস্য সঞ্জয়ের না-পছন্দ ছিল বলেই বলিউডে কানাঘুষো শোনা যায়।

 

সূত্র : জি নিউজ

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি