ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

কুবিতে আবৃত্তি সংগঠন অনুপ্রাস’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২০

অনুপ্রাস’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হচ্ছে- একুশে টেলিভিশন

অনুপ্রাস’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হচ্ছে- একুশে টেলিভিশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান হিমু, নৃবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হাসেনা বেগম।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আলাউদ্দিন বিশ্বাস, সভাপতি সানজিদা ইসলাম মিম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বাপ্পীসহ অন্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পাসের সংগঠন বন্ধু, প্রতিবর্তন, থিয়েটার, বিএনসিসি, সমকাল সুহৃদ, সাইন্স ক্লাবসহ অন্য সংগঠনের প্রতিনিধিরা

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আবৃত্তি ও উপস্থাপনাকে মূল ভিত্তি করে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বাংলা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রাসেল মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে এরই মধ্যে স্বতন্ত্র স্থান তৈরি করে নিয়েছে সংগঠনটি।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি