ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব ও পরিসংখ্যান বিভাগ

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:১২, ৯ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২০:১৪, ৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার (ছাত্র-ছাত্রী) পর্বে চ্যাম্পিয়ন হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ ও পরিসংখ্যান বিভাগ। সোমবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

এতে ছাত্রী পর্বে রানার্স-আপ হয়েছে গণিত বিভাগ এবং তৃতীয় স্থান অধিকার করেন প্রত্নতত্ত্ব বিভাগ। অপরদিকে ছাত্র পর্বে রানার্স-আপ হয়েছেন ব্যবস্থাপনা ও শিক্ষা বিভাগ এবং তৃতীয় স্থান অধিকার করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।  

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আইনুল হকের সভাপতিত্বে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ড. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপ্ন চন্দ্র মজুমদার ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা ও গবেষনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সহশিক্ষা মাধ্যমে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রমেও এগিয়ে নিয়ে যেতে হবে। খেলাধুলা শিক্ষারই একটি অংশ। আজকের এই আয়োজনে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা শারীরিক শিক্ষা বিভাগের মাধ্যমে নতুন খেলোয়াড়দের অনুপ্রেরণা দেয়া।’
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি