ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৩০ মার্চ ২০১৭ | আপডেট: ১৬:০৯, ৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। এছাড়া মোতায়েন রয়েছে ২৬ প্লাটুন বিজিবি। বিকেল ৪টায় শেষ হবে ভোট গ্রহণ।

সকাল৮টা থেকে ১০৩টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

নির্বাচনী মাঠের প্রধান দুই প্রতিদ্বন্দী বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থী সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু ১২ নং ওয়ার্ড হুচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট দিয়ে, গোবিন্দপুর কেন্দ্র থেকে তার এজন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন।

এদিকে মর্ডান স্কুল কেন্দ্র ভোট দেন সরকার দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।

নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোট দেবেন মোট ২ লাখ ৭ হাজার ৫শ’ ৫৬ জন ভোটার। এদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৪৭ জন পুরুষ ও নারী ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি