ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কুমিল্লাকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত ঢাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫০, ৯ ডিসেম্বর ২০১৭

নিজ দলের ব্যাটসম্যানরা যখন একে একে বিদায় নিচ্ছিলেন, তখনও লড়াই অব্যাহত রেখেছিলেন তামিম ইকবাল। কিন্তু তাকে থামতে হয়েছিল ৩১ রানেই। এটিই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের সর্বোচ্চ রান।

তামিমের এই রানের ওপর ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৮ ওভারে ৯৬ রান করে। এর ফলে ৯৫ রানের বিশাল ব্যবধানে কুমিল্লাকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করে ঢাকা ডাইনামাইটস।

১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে লিটনকে সাজ ঘরে ফেরায় মোসাদ্দেক। এরপর কুমিল্লার ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যেই থাকেন। কুমিল্লার ইনিংসে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে হাসান আলির ব্যাট থেকে। তিনি করেন ১৬ বলে ১৮ রান। আর মেহেদী হাসান করেন ১৪ রান। বাকি ব্যাটসম্যানরা আর দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

তামিম করেন ২৮ বলে ৩১ রান। যাতে ছিল তিনটি বাউণ্ডারি ও একটি ওভার বাউণ্ডারি।

এদিন ঢাকার হয়ে শহিদ আফ্রিদি একাই তিনটি উইকেট নেন। মোসাদ্দেক ও সাকিব নেন ২টি করে উইকেট। আবু হায়দার রনি এবং সুনীল নারিন নেন একটি করে উইকেট।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি