ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় জাতীয় শোক দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ১৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নানা আয়োজনে কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপির নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে কুমিল্লা টাউন হল মাঠ থেকে জেলা প্রশাসন আয়োজিত একটি শোক র‌্যালি বের হয়ে নগর উদ্যানে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দুপুরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি