ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত, আহত ১

প্রকাশিত : ১৪:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

comillaকুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত ও আহত হয়েছে ১ জন। আজ শুক্রবার ভোর রাতে মাধাইয়া নবাবপুর সড়কের রানীচড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার সোলেমান ও রুবেল। পুলিশ জানায়, তারা রানীচড়া ব্রিজের কাছে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেসময় গ্রামবাসী টের পেয়ে তাদের ঘিরে ফেলে। পরে ৩ জনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে ২ জন মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি