কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
প্রকাশিত : ১৮:৫১, ৭ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:২১, ৮ জুলাই ২০১৭
কুমিল্লায় কর্ভাডভ্যান, অটোরিকশা ও লরির ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় শুক্রবার আনুমানিক সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকাশার যাত্রী বলে জানান তিনি।
নিহতরা হলেন সদর দক্ষিণের ধনাইতরি গ্রামের ইকরাম হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও তার ১৮ মাস বয়সী ছেলে আসাদ এবং অটোরিকশা চালক মনির হোসেন (২৮)। আহত দুজন ইকরাম হোসেন ও তার মেয়ে নাফিজা আক্তারকে (৬) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে নজরুল ইসলাম জানান।
আর/ডব্লিউএন
আরও পড়ুন