ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

কুমিল্লায় পবিত্র ঈদুল আযহা উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ১২ আগস্ট ২০১৯

ত্যাগের মহিমা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় কুমিল্লায় পালিত হচ্ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা ।

কুমিল্লা কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৮ টায় প্রধান ঈদের জামাতে কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার, কুসিক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর নামাজ আদায় করেন।

এদিকে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এমপি নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার নাঙ্গলকোট, এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি লাকসামে ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি দাউদকান্দিতে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া জেলায় ১৭ টি উপজেলায় ২ হাজার ৩৬৫ টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদে নিরাপত্তা রক্ষায় দুই সহস্রাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছে। ঈদের নামায আদায় শেষে সামর্থ্যবানরা মহান প্রভুর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানী করেন।

এনএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি