ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৭ জুলাই ২০১৮

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নারান্দিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি দেশি এলজি, চার রাউন্ড কার্তুজ, তিনটি ছোরা ও লোহার রড জব্দ করেছে পুলিশ।

নিহতেরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর মানিকনগরের খোরশেদের ছেলে আল-আমিন (৩০) ও কুমিল্লার বুড়িচং থানার কংশনগর চরেরপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, তিতাসের নারান্দিয়া এলাকার কবরস্থানের কাছে ১২/১৩ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং তিতাস থানার রাত্রিকালীন মোবাইল টিম যৌথভাবে অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়লে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ সাত ডাকাতকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। এর মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি