কুমিল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ ১, ময়মনসিংহে ভোটে ধীরগতি
প্রকাশিত : ১২:৫৫, ৯ মার্চ ২০২৪
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ময়মনসিংহ ও কুমিলা সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। দুই সিটিতেই ভোট হচ্ছে ইভিএমে। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ময়মনসিংহ সিটিতে ভোট ধীর গতিতে হচ্ছে এবং নারী ভোটারদের আঙ্গুলের ছাপ মেশিন নিচ্ছেনা। কুমিল্লা সিটিতে ১৯ নম্বর ওয়ার্ডে দু’পক্ষের গোলাগুলিতে ১ জন গুলিবিদ্ধ হয়েছে। রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ।
এদিন কয়েকটি পৌরসভাসহ স্থানীয় সরকারের ২৩১ পদে ভোট হচ্ছে।
সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
ময়মনসিংহে সকাল থেকেই ভোট দেয়ার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটাররা। এবার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ১৪৯ ও নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু। একই সময়ে নগরীর এডওয়ার্ড ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন মেয়র প্রার্থী সাদেকুল হক খান মিল্কী। মুসলিম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আরেক মেয়র প্রার্থী এহতেসামুল আলম।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তবে মেশিনে আঙ্গুলের ছাপ না নেয়ায় নারী ভোটারদের ভোট দিতে বেগ পেতে হচ্ছে এবং ভোট ধীর গতিতে হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃংখলাবাহিনীর ৪ হাজার সদস্য মোতায়েন রয়েছে।
কুমিলা সিটির মেয়র পদে উপ-নির্বাচনের লড়ছেন ৪ জন। সকাল ১০টার দিকে বাস তাহসিন বাহার সূচনা ভোট দেন নগরীর ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে। একই সময়ে হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ভোট দেন, এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন বাকি দুই প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম এবং নিজাম উদ্দিন কায়সার।
এদিকে, কুমিল্লা ১৯ নম্বর ওয়ার্ডে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়। এসময় আহত হয় আরও ২ জন।
এসব কেন্দ্র ১০৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১ হাজার ২৮০ পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
এছাড়া সারাদেশে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ২৩১টি স্থানীয় সরকারের ভোটও শান্তিপূর্ণভাবে হচ্ছে।
এএইচ
আরও পড়ুন