ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কুর্দীদের সঙ্গে তুরস্কের আলোচনা চায় ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১০:২৩, ৩০ মার্চ ২০১৮

উত্তর সিরিয়ায় তুরস্কের সঙ্গে কুর্দী যোদ্ধাদের আলোচনায় বসাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। কুর্দী যোদ্ধাদের রাজনৈতিক গোষ্ঠী পিকেকের নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যঁক্রো গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন।

এর আগে পিকেকের সিরিয়া শাখার রাজনৈতিক গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন ইমানুয়েল ম্যাঁক্রো। এদিকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে যে সকল এসডিএফ সদস্যের প্রাণহানি ঘটেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ম্যাঁক্রো।

ফ্রান্স দীর্ঘদিন ধরেই আইএস ঝুঁকির মধ্যে রয়েছে। ২০১৫ সালে দেশটিতে আইএসের হামলায় অন্তত ১৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে গত সপ্তাহে ফ্রান্সে ফের আইএসের হামলায় পুলিশসহ তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সিরিয়ায় এসডিএফকে সব ধরণের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি সিরিয়ার আফ্রিন থেকে সব কুর্দী যোদ্ধাসহ এসডিএফকে তাড়িয়ে দেয় তুর্কী বাহিনী।

আইএসকে থামাতে দেশটি ওই অঞ্চলের স্থায়ী সমাধান চায় বলে জানিয়েছেন ম্যাঁক্রো। এ লক্ষে এসডিএফসহ তুর্কী সরকারকে আলোনায় বসার আহ্বান জানান ম্যঁক্রো।

সূত্র: বিবিসি
এমজে/

এ সংক্রান্ত আরও পড়তে

সিরিয়ার মানবিজে মুখোমুখি তুর্কী-মার্কিন সেনা

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি