ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কুলা প্রতীকে লড়বেন বিকল্পধারার ২০ প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ প্রার্থী দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। এর মধ্যে তিন প্রার্থী নৌকা প্রতীকে ও বাকি ২০ জন উন্মুক্ত আসনে কুলা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর মধ্যে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান (লক্ষ্মীপুর-৪), প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী (মুন্সীগঞ্জ-১), প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন (মৌলভীবাজার-২) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এবং বিকল্পধারার বাকি ২০ প্রার্থী কুলা প্রতীক নিয়ে লড়বেন উন্মুক্ত আসনে।

এর আগে শুক্রবার বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে মাহীসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি