কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত ২০
প্রকাশিত : ১৪:০১, ১ জুলাই ২০২৪
কুষ্টিয়া সদর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সকালে বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আরব আলীর সাথে বর্তমান মেম্বার নাজমুল হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। রোববার দুপুরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের হস্তক্ষেপে তারা সরে যায়।
পরে আজ সকালে আরব আলীর নেতৃত্বে তার লোকজন মেম্বার নাজমুল হোসেন ও তার সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় কমপক্ষে ২০ জনকে।
আহতদের কুষ্টিয়া জেনারেল ভর্তি করা হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন