ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় জেলেদের হামলায় নদীতে পড়ে ২ এএসআই নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ২৮ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ায় কুমারখালীতে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকাররত জেলেদের হামলায় পুলিশের দুজন এএসআই নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় দুই ইউপি সদস্যর আহত হয়েছেন। 

সোমবার ভোর ৪টার দিকে কুমারখালীর বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই পুলিশ সদস্যকে উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালানো হচ্ছে।

জেলেদের কাছ থেকে অনৈতিক সুবিধা চাওয়ায় এ হামলা হয়েছে বলে অভিযোগ স্থারীয়দের। 

স্থানীয়রা জানান, সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ৬ জন পুলিশ নৌকা নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় তারা অভিযানের নামে জেলেদের মাছ লুটে নেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি নৌকায় ১৫ থেকে ২০ জন তাদের উপর হামলা চালায়। 

এসময় পুলিশের নৌকা ডুবে গেলে এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন। এতে ইউপি সদস্য মো. সেলিম ও আনোয়ার হোসেন টিটন এবং এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে জেলেদের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, কুমারখালী উপজেলার এক ইউনিয়নে পুলিশ সদস্যরা নৌকায় করে সেখানে আসামী ধরতে যায়। পথে জেলেদের নৌকার সঙ্গে সংঘর্ষে পুলিশের নৌকাটি ডুবে যায়। এতে পুলিশ দুই সদস্য নিখোঁজ হন। 

তবে বিষয়টি তদন্ত কমিটি গঠন করা হবে জানান পুলিশ কর্মকর্তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি