ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যা মামালার বাদী কিছুই জানেন না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২১ মে ২০১৭ | আপডেট: ১৪:১৯, ২১ মে ২০১৭

কুষ্টিয়ায় আলোচিত হোমিও চিকিৎসক মীর ছানাউর রহমান হত্যার এক বছর পেরিয়ে গেছে। গত বছরের ২০ মে একদল দুর্বৃত্ত চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ছানাউরকে। ওই ঘটনায় গুরুতর আহত হন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাইফুজ্জামান। আলোচিত ওই মামলার চার্জশিট হলেও বাদীর অভিযোগ, তিনি কিছুই জানেন না।
গত বছরের ২০ মে কুষ্টিয়া শহরের শিশির মাঠ এলাকায় একদল দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে গতিরোধ করে হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানের। চাপাতির এলোপাথারি কোপে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গুরুতর আহত হন তার সাথে থাকা ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষক সাইফুজ্জামান।
হত্যাকাণ্ডের পর আইএস দায় স্বীকার করে তাদের নিজস্ব সাইটে বিবৃতি দেয়। পরে সন্দেহভাজন নব্য জেএমবি’র ৪ জঙ্গিকে গ্রেফতার করা হলে আদালতে হত্যার কথা স্বীকার করে তারা।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ গত এপ্রিলে ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
সিংক: আব্দুল আজিজ, মামলার তদন্তকারি কর্মকর্তা, কুষ্টিয়া মডেল থানা
তবে মামলার বাদী বলছেন, এ’ ব্যাপারে পুলিশ তাকে কিছু জানায়নি।
আসামীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি